- খবর
- ট্রাফিক পুলিশকে টাকা ছোড়ার ঘটনায় দুঃখ প্রকাশ সেই বিদেশির
খবর
ট্রাফিক পুলিশকে টাকা ছোড়ার ঘটনায় দুঃখ প্রকাশ সেই বিদেশির
তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার সাহেদ আল মাসুদ বলেন, তদন্তে টাকা চাওয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। চীনা নাগরিকের গাড়িচালক জানিয়েছেন, পুলিশ শুধু কাগজপত্র দেখতে চেয়েছে। কর্তব্যরত ট্রাফিক কর্মকর্তার সঙ্গে থাকা 'বডি ওর্ন ক্যামেরা'র ভিডিও যাচাই করেও তেমন কিছু পাওয়া যায়নি। এ কারণে ওই বিদেশির একটি আনুষ্ঠানিক বক্তব্য নেবে পুলিশ। এর আগে তিনি ফোনে পুলিশের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি টাকা ছোড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, ওই ব্যক্তি একটি পোশাক কারখানার কর্মকর্তা। অফিসে যাওয়ার পথে গাড়ি থামানোয় তিনি বিরক্ত হন। তার ধারণা হয়েছিল, টাকা চাওয়ার উদ্দেশ্যেই গাড়ি থামানো হয়েছে। এ কারণে তিনি ক্ষিপ্ত হয়ে টাকা ছোড়েন। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি অনুতপ্ত হন। তিনি বলেছেন, তার আচরণ ঠিক ছিল না। এ বিষয়টি যে কেউ ভিডিও করেছে এবং তা ছড়িয়ে পড়ে লোকজনের মধ্যে ভুল বার্তা গেছে, এটাও তিনি জানতেন না।
এর আগে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ট্রাফিক পুলিশের এক কর্মকর্তার ওপর প্রচণ্ড ক্ষিপ্ত বিদেশি নাগরিক। একপর্যায়ে তিনি বলছেন, ইউ ওয়ান্ট মানি? আই গিভ ইউ দিস (তুমি টাকা চাইছো? আমি তোমাকে তা দিচ্ছি)। এরপরই তাকে টাকা ছুড়তে দেখা যায়।
ভিডিওটি রাজধানীর তেজগাঁও ট্রাফিক বিভাগের আওতাধীন রাওয়া ক্লাব এলাকার বলে জানা যায়। মঙ্গলবার বিকেলে ভিডিওটি ধারণ করা হয়। সেটি ফেসবুক-ইউটিউবে শেয়ার করে অনেকে বলছেন, পুলিশ গাড়ি থামিয়ে টাকা চাওয়ায় ক্ষিপ্ত হন ওই বিদেশি।
মন্তব্য করুন