প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৯
সমকাল প্রতিবেদক
পুলিশ জানায়, শনিবার বিমানবন্দর আর্মড পুলিশ কর্মকর্তারা চোরাই পণ্যসহ আটক করে তাদের বিমানবন্দর থানায় সোপর্দ করেন। পণ্যের মধ্যে রয়েছে আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের দামি দুই হাজার ২৪৬টি মোবাইল ফোনসেট। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়। পুলিশ জানায়, শুল্ক্ক ফাঁকি দিয়ে এক যুগের বেশি সময় ধরে বিমানবন্দর দিয়ে মোবাইল ফোনসেটসহ বিভিন্ন ইলেট্রনিক্স পণ্যের চালান পার করার অভিযোগ রয়েছে এ চক্রের বিরুদ্ধে।
মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার পরিদর্শক (অপারেশন) নুর মোহাম্মাদ সমকালকে জানান, কাস্টমস ও শুল্ক্ক গোয়েন্দা কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে এত বড় চালান নিয়ে তারা কীভাবে গ্রিন চ্যানেল দিয়ে বের হলো, তা তদন্তে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। ঘটনার সঙ্গে বিমানবন্দরের কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।