- খবর
- জাবিতে উপাচার্যপন্থি শিক্ষকদের মৌন মিছিল
খবর
দুর্নীতির অভিযোগের প্রতিবাদ
জাবিতে উপাচার্যপন্থি শিক্ষকদের মৌন মিছিল
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৯
জাবি সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন মহা পরিকল্পনা বাস্তবায়নে বাধা সৃষ্টি এবং উপাচার্যের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সোমবার শিক্ষকদের মৌন মিছিল- সমকাল
পরিকল্পনা বাস্তবায়নে বাধা দেওয়া ও উপাচার্যের বিরুদ্ধে মিথ্যাচার করা অন্যায়।
এ সময় বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী বলেন, 'উপাচার্য দ্বিতীয়বারের মতো দায়িত্বে আছেন। তার দক্ষতা ও সততার কারণেই সরকার এত বড় একটি প্রকল্পের অর্থায়ন ও অনুমোদন দিয়েছে। অথচ একটি গোষ্ঠী এটাকে বাধা দিতে চেষ্টা করছে। শুধু উপাচার্যের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ ছিল এদিনের ব্যানারে। এদিকে নতুন কলাসংলগ্ন মুরাদ চত্বরে আন্দোলনের অংশ হিসেবে দুপুর ১টায় গণসঙ্গীত পরিবেশন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর আগে গণসংযোগ কর্মসূচি পালন করেন তারা।
এদিকে, তিন দফা দাবিতে গত ২৩ আগস্ট থেকে চলমান আন্দোলনের একজন সংগঠক এবং জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাইমুম ও অপর এক আন্দোলনকারী ক্যাম্পাসে ছাত্রলীগ সদস্যদের হাতে মারধরের শিকার হওয়ার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উভয় কমিটিকেই আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।