তালেবানে যোগদানের চেষ্টা
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক গ্রেফতার
প্রকাশ: ২৮ জুলাই ২০১৯
সমকাল ডেস্ক
তালেবানে যোগ দেওয়ার লক্ষ্যে আফগানিস্তানে যাওয়ার চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এক নাগরিক। ৩৩ বছর বয়সী ওই ব্যক্তির নাম দেলোয়ার মোহাম্মদ হোসেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) স্থানীয় সময় গত শুক্রবার নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে। খবর হাফিংটন পোস্টের।