রনজিত পুরস্কার পেলেন কথাসাহিত্যিক মামুন হুসাইন
প্রকাশ: ২৮ জুলাই ২০১৯
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শ্রুতি সাংস্কৃতিক একাডেমি প্রবর্তিত 'রনজিত পুরস্কার ২০১৯' (পূর্বে শ্রুতি পুরস্কার) ঘোষণা করা হয়েছে। এ পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক মামুন হুসাইন। গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংগঠনটির পরিচালক ধীমান সাহা জুয়েল লিখিত বক্তব্যের মাধ্যমে এ পুরস্কার ঘোষণা করেন।
এর আগে শ্রুতির কার্যকরী কমিটি এবারের পুরস্কারের জন্য মামুন হুসাইনের নাম নির্বাচন করে। নিজস্ব সৃজনশৈলীতে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার প্রয়াসে সক্রিয় থাকার জন্য তাকে এ পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয় শ্রুতি। আগামী ২ আগস্ট স্থানীয় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে সংগঠনের ২৭ বছর পূর্তি ও রনজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে লেখকের হাতে এ পুরস্কার (নগদ ২৫ হাজার টাকা, ক্রেস্ট, সার্টিফিকেট) তুলে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রুতির সভাপতি আবদুর রহমান, নীতিনির্ধারণী সদস্য কবি কাজল কাননসহ সংগঠনের সদস্যরা।
একটি 'সূর্যশিল্পী সুলতান পুরস্কার' ও ১২টি শ্রুতি পুরস্কার হিসেবে এ পর্যন্ত ১৩টি পুরস্কার প্রদান করে শ্রুতি। গত ২ জানুয়ারি শ্রুতির প্রতিষ্ঠাতা রনজিত কুমার পরলোকগমন করলে প্রতিষ্ঠানের প্রতি তার দায় ও সামগ্রিক কর্ম বিবেচনায় বর্তমান কমিটি শ্রুতি পুরস্কারটি 'রনজিত পুরস্কার' নামকরণের সিদ্ধান্ত নেয়।
এর আগে শ্রুতির কার্যকরী কমিটি এবারের পুরস্কারের জন্য মামুন হুসাইনের নাম নির্বাচন করে। নিজস্ব সৃজনশৈলীতে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার প্রয়াসে সক্রিয় থাকার জন্য তাকে এ পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয় শ্রুতি। আগামী ২ আগস্ট স্থানীয় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে সংগঠনের ২৭ বছর পূর্তি ও রনজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে লেখকের হাতে এ পুরস্কার (নগদ ২৫ হাজার টাকা, ক্রেস্ট, সার্টিফিকেট) তুলে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রুতির সভাপতি আবদুর রহমান, নীতিনির্ধারণী সদস্য কবি কাজল কাননসহ সংগঠনের সদস্যরা।
একটি 'সূর্যশিল্পী সুলতান পুরস্কার' ও ১২টি শ্রুতি পুরস্কার হিসেবে এ পর্যন্ত ১৩টি পুরস্কার প্রদান করে শ্রুতি। গত ২ জানুয়ারি শ্রুতির প্রতিষ্ঠাতা রনজিত কুমার পরলোকগমন করলে প্রতিষ্ঠানের প্রতি তার দায় ও সামগ্রিক কর্ম বিবেচনায় বর্তমান কমিটি শ্রুতি পুরস্কারটি 'রনজিত পুরস্কার' নামকরণের সিদ্ধান্ত নেয়।