স্থানীয় সব সংকটে দেশীয় এনজিও সবার আগে তৎপরতা শুরু করে। দেশীয় সংস্থাগুলো কাজও করতে পারে অনেক কম খরচে। তাই দেশীয় এনজিওগুলোকে আরও যোগ্য করে তুলতে হবে।

তাদের দক্ষতা বাড়াতে  আন্তর্জাতিক সংস্থাগুলোকেও ভূমিকা রাখতে হবে।

স্থানীয় সুশীল সমাজ সংগঠন (সিএসও) ও এনজিওগুলোর জাতীয় সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। দেশীয় এনজিওর সক্ষমতা বাড়াতে সব মানবিক ও উন্নয়ন সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার তাগিদও দেন তারা।

বাংলাদেশ সিএসও-এনজিও সমন্বয় প্রক্রিয়ার (বিডি সিএসও কো-অর্ডিনেশন) যৌথ উদ্যোগে গতকাল শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থানীয় পর্যায়ে কর্মরত সিএসও, এনজিও এবং তাদের নেটওয়ার্কগুলোর ৬০০ প্রতিনিধি সম্মেলনে অংশ নেন।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ গতকাল সকালে এ সম্মেলন উদ্বোধন করেন। কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপো। বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক গভর্নর ড. আতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন আরমা দত্ত। দিনব্যাপী অনুষ্ঠানের বিভিন্ন সেশনে অংশ নেন আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধিরা।

আন্তর্জাতিক এনজিও এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার সঙ্গে দেশীয় এনজিওর অংশীদারিত্বের ক্ষেত্রে সমতার বিষয়টি বিবেচনার দাবি জানান বক্তারা।

মন্তব্য করুন