- প্রথম পাতা
- মমতাকে ফোন করে সহমর্মিতা শেখ হাসিনার
প্রথম পাতা
আম্পানে ক্ষয়ক্ষতি
মমতাকে ফোন করে সহমর্মিতা শেখ হাসিনার
প্রকাশ: ২৩ মে ২০২০
সমকাল ডেস্ক
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, শেখ হাসিনা গতকাল শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে টেলিফোন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। এ সময় সুপার সাইক্লোন আম্পানের কারণে পশ্চিমবঙ্গ রাজ্যের যে ক্ষতি হয়েছে, সে বিষয়ে খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী।
এই দুর্যোগে সহমর্মিতা জানানোয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বলে জানান ইহসানুল করিম। আম্পানের ঝাপটায় পশ্চিমবঙ্গেই ক্ষতি হয়েছে বেশি। এ রাজ্যে অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।