আনন্দ প্রতিদিন ডেস্ক |
আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ১৯ । ০০:০০
প্রকাশ: ২৯ ডিসেম্বর ১৯ । ০০:০০
'দ্য হাঙ্গার গেমস' অভিনেতা হেমসওয়ার্থ ও সাইরাসের সম্পর্ক এক দশকেরও বেশি সময় ধরে ভাঙা-গড়ার মধ্য দিয়েই এগিয়েছে। এই তারকাদ্বয়ের প্রথম পরিচয় হয়েছিল রোমান্টিক ড্রামা 'দ্য লাস্ট সং' [২০১০] সিনেমার শুটিং সেটে। এর পর তারা চুটিয়ে প্রেম করেছেন ১০ বছর। এক দশক প্রেম করার পর গাঁটছড়া বেঁধেছিলেন তারা। তবে ২০১২ সালে একবার বাগদান হওয়ার পরও মনোমালিন্যের কারণে তা ভেঙে যায়। এর পর ২০১৫ সালে মিলে যান তারা। এর পর আবারও বাগদানের ঘোষণা দেন। ২১০৮ সালের ডিসেম্বরে বিয়েও করেন। কিন্তু মাত্র আট মাসেই সেই বাঁধন ছিঁড়ে যায় তাদের।
মন্তব্য করুন