একক গানের জোয়ারেও অ্যালবাম প্রকাশনা থেকে সরে আসেননি ব্যান্ড অবসকিওরের সদস্যরা। এর প্রমাণ দিতে আরও একটি অ্যালবাম প্রকাশ করছে দলটি। নাম 'টিটোর স্বাধীনতা'। ৮টি ভিন্ন ধাঁচের গান দিয়ে সাজানো হয়েছে ব্যান্ডের ১৩তম এই অ্যালবাম। গানগুলোর কথা লিখেছেন কবি মহাদেব সাহা, লুৎফর রহমান রিটন, মিলটন হাসনাত, অমিত গোস্বামী, সোনিয়া স্নিগ্ধা ও মাহমুদ আকাশ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন অবসকিওর সদস্যরা। এ আয়োজন নিয়ে অবসকিওরের কণ্ঠশিল্পী সাঈদ হাসান টিপু বলেন, 'কয়েক বছর ধরে আমরা গানে গানে দেশের সূর্যসন্তানদের পরিচয়, বীরত্ব, দেশের জন্য তাদের অবদানের কথা তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় এবার কিশোর মুক্তিযোদ্ধা টিটোকে নিয়ে গান তৈরি করছি। যিনি মাত্র ১৪ বছর বয়সে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন। দেশ স্বাধীন হওয়ার মাত্র দুই দিন পর সাভারে সম্মুখযুদ্ধে প্রাণ হারিয়েছিলেন। তার কমান্ডার ছিলেন মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। তিনি পরবর্তী সময়ে এই কিশোর মুক্তিযোদ্ধাকে নিয়ে 'টিটোর স্বাধীনতা' নামে একটি বই প্রকাশ করেছিলেন। এবার আমরা এই কিশোর মুক্তিযোদ্ধার স্মরণে গান করলাম। টিটোর পাশাপাশি একাত্তরের আরেক শহীদ এবং অসংখ্যা কালজয়ী গানের স্রষ্টা আলতাফ মাহমুদকে নিয়েও 'সুরের বরপুত্র' নামের একটি গান করেছি। এই দুটি গানের পাশাপাশি অ্যালবামে থাকছে 'যাও নিয়ে যাও', 'রঙিন শাড়ি', 'নিরুদ্দেশ', 'দুঃখ তোমার যত', 'আমার কিসের ভয়' ও 'নস্টালজিয়া' শিরোনামের আরও ছয়টি গান। যা অনেকের ভালো লাগবে বলে আশা করছি।' পহেলা বৈশাখে জি-সিরিজ ও অবসকিওরের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে অ্যালবামটি প্রকাশ পাবে। অনলাইন ছাড়াও সিডি আকারে অ্যালবামটি প্রকাশ করা হবে বলেও জানান অবসকিওর সদস্যরা।

মন্তব্য করুন