- প্রযুক্তি
- কুকুরের ওপর হামলার ঘটনায় আদালতে মামলা
কুকুরের ওপর হামলার ঘটনায় আদালতে মামলা

বুধবার বাদীপক্ষের আইনজীবী হারুন-অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা থানার বড়মানিকা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সবুরা খাতুনের বাড়িতে কুকুরের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার চরফ্যাসন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সবুরা খাতুন বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, শত্রুতার জেরে সবুরার প্রতিবেশী রাজ্জাক কাজি, ইউনুছ কাজি ও নুরুল ইসলাম কাজি লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে কুকুরটিকে রক্তাক্ত জখম করে। কুকুরের চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে তারা চলে যায়। আহত কুকুরটিকে তাৎক্ষণিক প্রাণী চিকিৎসকের কাছে নেওয়া হয়।
মামলার আসামি রাজ্জাক কাজি জানান, সবুরার সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ ও একাধিক মামলা-মোকদ্দমা রয়েছে। এ কারণেই কুকুরকে মারধর করার অভিযোগ এনে তিনি মামলা দিয়েছেন। তার পোষা কুকুরকে মারধরের বিষয়টি তাদের জানা নেই।
দক্ষিণ আইচা থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, সবুরা খাতুনের করা মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আদালত থেকে বলা হয়েছে। ঘটনাটির তদন্ত করে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।
মন্তব্য করুন