- প্রযুক্তি
- ইলন মাস্কের ব্রেইন-চিপ কোম্পানিকে হিউম্যান ট্রায়ালের অনুমতি দিল যুক্তরাষ্ট্র
ইলন মাস্কের ব্রেইন-চিপ কোম্পানিকে হিউম্যান ট্রায়ালের অনুমতি দিল যুক্তরাষ্ট্র

ছবি: রয়টার্স
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যবসায়ী ইলন মাস্কের প্রতিষ্ঠিত ব্রেইন-চিপ নির্মাতা কোম্পানি নিউরালিঙ্ককে মানুষের মস্তিষ্কের ওপর প্রথম পরীক্ষা-নিরীক্ষার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। নিউরালিঙ্ক জানিয়েছে, তারা এফডিএর অনুমোদন হাতে পেয়েছে। খবর: বিবিসি’র।
বিলিয়নিয়র ইলন মাস্কের কোম্পানি নিউরালিঙ্ক মানুষের মস্তিষ্কের সঙ্গে সক্রিয়ভাবে কম্পিউটার সংযুক্ত করতে চাইছে। অল্প দিনের মধ্যে এ পরীক্ষা-নিরীক্ষায় অংশ নেওয়ার জন্য লোকজনকে যুক্ত করবে না। এর আগেও এফডিএ’র অনুমোদন চেয়েছিল নিউরালিঙ্ক। নিরাপত্তাজনিত কারণ দেখি সেবার অনুমোদন দেয়নি।
মূলত মোবাইল ও কম্পিউটারের প্রযুক্তির মাধ্যমে পক্ষাঘাতগ্রস্ততা ও দৃষ্টিহীনতাসহ কিছু নির্দিষ্ট অবস্থা বা রোগের চিকিৎসায় ব্যবহার করা যাবে এমন চিপ তৈরি করতে চায় নিউরালিঙ্ক। কোম্পানিটি এরই মধ্যে এমন চিপ বানরের মস্তিষ্কে পরীক্ষা করেছে।
বৃহস্পতিবার নিউরালিঙ্কের টুইটারে গুরুত্বপূর্ণ প্রথম পর্যায়ের কথা বলা হয়। টুইটে লেখা হয়, ‘একদিন আমাদের প্রযুক্তি বহু মানুষের উপকারে লাগবে।’
২০১৬ সালে এলন মাস্কের সহ-প্রতিষ্ঠিত কোম্পানি নিউরালিঙ্ক সে সময় বলেছিল, ২০২০ সালের মধ্যে মানুষের মস্তিষ্কে চিপ বসাতে শুরু করবে। ২০১৯ সালে আবার বলা হয়েছিল, ২০২২ সালের মধ্যে শুরু করবে তারা।
মন্তব্য করুন