এক দশকেরও বেশি সময় ধরে সার্চ ইঞ্জিন হিসেবে শীর্ষে রয়েছে গুগল। গুগলের ব্যবসার বড় অংশ আসে এই সার্চ ইঞ্জিন নির্ভর বিজ্ঞাপন বাণিজ্য থেকে। তবে গুগলের এই সার্চ ইঞ্জিনের রাজত্বের শেষ দেখতে পাচ্ছেন মাইক্রোফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা।

গত মঙ্গলবার মাইক্রোসফটের বার্ষিক ‘বিল্ড ২০২৩’ সম্মেলনের মূল বক্তব্য উপস্থাপনকালে এমন অভিমত ব্যক্ত করেন সত্য নাদেলা। অনুষ্ঠানে তিনি মাইক্রোসফটের নিজস্ব সার্চ ইঞ্জিন বিং এবং বহুল আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর চ্যাটবট চ্যাটজিপিটিকে একীভূত করার ঘোষণা দিয়ে তিনি বলেন, বিং–এ ডিফল্ট আকারে থাকবে চ্যাটজিপিটি। এ ছাড়া আগামী মাসেই উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যুক্ত হচ্ছে চ্যাটজিপিটির নতুন সংস্করণ জিপিটি–৪।

এ লক্ষ্যে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই এবং মাইক্রোসফটের সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। সত্য নাদেলা বলেন, ইন্টারনেটে সার্চিংয়ের অভিজ্ঞতা বদলে দিতে এখন বলা যায় চ্যাটজিপিটিতে যুক্ত হচ্ছে বিং। তবে বিং হঠাৎ চ্যাটজিপিটেত উপস্থিত হবে না। চ্যাটজিপিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত মাইক্রোসফটের একটি প্লাগইনের উপর ভিত্তি করে এবং জিপিটি-৪ এর উপর ভিত্তি করে শুরু হবে। সুবিধাটি বিনামূল্যেই পাওয়া যাবে। এর বিনামূল্যের সংস্করণে আসবে৷ স্বভাবতই, বিং এবং চ্যাটজিপিটির এই রসায়ন সার্চের ইন্ডাস্ট্রি লিডার গুগলের জন্য বড় ধাক্কা। তবে গুগল এ ধাক্কা সামলাতে নিজস্ব এআই  বার্ড চালুর ঘোষণা দিয়েছে।