স্মার্ট সময়ে আধুনিকতা পরের ধাপে ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে আসছে গুগল। বিশ্ববাজারে টেক প্রতিপক্ষ স্যামসাং নিজেও ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে দারুণ প্রত্যাশা করছে।  

ফলে দীর্ঘ গুজবের ইতি টেনে গুগল ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আনার ঘোষণা স্যামসাং ব্র্যান্ডের ফোল্ডেবল স্মার্টফোন ব্যবসায় গুগল বড় ধরনের ধাক্কা দিতে চলেছে। গুগল আসছে জুনে তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন ‘পিক্সেল ফোল্ড’ বাজারে আনতে পারে। গুগল আসছে ১০ মে তাদের বার্ষিক ডেভেলপার কনফারেন্সে ‘পিক্সেল ফোল্ড’ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করবে বলে খবরে প্রকাশ।

সূত্র বলছে, গুগলের আসন্ন ফোল্ডেবল ফোনের (পিক্সেল ফোল্ড) কোডনেম হচ্ছে ‘ফেলিক্স’। পিক্সেল ফোল্ডে ভাঁজযোগ্য ফোনে আধুনিকতার সব ছোঁয়াই থাকবে।

অন্যদিকে স্যামসাং ব্র্যান্ডের ফোল্ডেবল মডেল গ্যালাক্সি ‘জেড ফোল্ড-৪’ ছাড়াও বাজারের অন্য সব ফোল্ডেবল স্মার্ট ডিভাইসগুলো কিছুটা পিছিয়ে। দাম ১ হাজার ৭০০ ডলার। বিশ্লেষকেরা বলছেন, স্যামসাং ব্র্যান্ডের সবশেষ ফোল্ডেবল স্মার্টফোন গ্যালাক্সি জেড ফোল্ড-৪ মডেলের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে।

পিক্সেল ফোল্ডের বৈশিষ্ট্যেয় থাকবে ৫.৮ ইঞ্চি স্ক্রিন। যখন ফোল্ড করা হবে তখন তা বেড়ে ৭.৬ ইঞ্চি ট্যাবলেট আকারের স্ক্রিনে পরিণত হয়। যা স্যামসাং ফোল্ডেবল স্মার্টফোনের আকৃতির মতোই। পিক্সেল ফোল্ড প্রতিদ্বন্দ্বী স্যামসাং ব্র্যান্ডের গ্যালাক্সি ‘জেড ফোল্ড-৪’ থেকে কিছুটা ভারী হবে। দাবি করে গুগল বলছে, পূর্ণ চার্জে পিক্সেল ফোল্ড টানা ২৪ ঘণ্টা সচল থাকবে। আর কম পাওয়ার মোডে তা ৭২ ঘণ্টা টানা সেবা দিতে পারবে।

পিক্সেল ফোল্ড গুগলের টেনসর জিটু চিপ সম্বলিত। আগে পিক্সেল-৭ এবং পিক্সেল-৭ প্রো স্মার্টফোনে যা পরীক্ষিত। সুখবর হচ্ছে, গুগল তার ফোল্ডেবল স্মার্টফোনের সঙ্গে বিনা মূল্যে পিক্সেল ঘড়িও উপহার দেবে।

নিজেদের ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে গুগল বেশ আশাবাদী। গুগল তার ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়াতে থেকে থেকেই ফোল্ডেবল ফোন নিয়ে বহুমাত্রিক গুজব ছড়িয়েছে।

সবশেষ মার্চ মাসে অনলাইনে ফাঁস হয়েছিল স্যামসাং গ্যালাক্সি ‘জেড ফোল্ড-৪’ মডেলের বহু তথ্যচিত্র। ফাঁস হওয়া তথ্য বলছে, সেলফি ক্যামেরাকে ঘিরে থাকবে বিস্তৃত বেজেল। যার স্ক্রিন হবে ছড়ানো আর প্রসারিত।

বিশ্লেষকেরা বলছেন, সামনের ফোল্ডেবল স্মার্টফোনের সময় আসছে। স্মার্টফোনের স্ক্রিনে আরও বেশি পরিসর প্রজন্মের দাবির কথা জানান দিচ্ছে। সুতরাং, আপাতত লড়াইটা স্যামসাং আর গুগল নিয়ে হলেও অচিরেই আরও স্মার্টফোন নির্মাতারা একে একে ফোল্ডেবল স্মার্টফোনের উদ্ভাবনী প্রতিযোগিতায় মুখোমুখি হবে।