নিজ দেশে রোষানলে পড়ার পর থেকেই আড়ালে থাকছেন চীনা ধনকুবের আলিবাবা ডটকমের কর্ণধার জ্যাক মা। তবে সম্প্রতি তাঁকে অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি হোটেলে দেখা গেছে। পরে নিশ্চিত হওয়া গেছে তিনি সেখানেই সময় কাটাচ্ছেন। 

বেনামি সূত্রের বরাত দিয়ে চীনের একটি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। তবে তাঁর ভ্রমণসূচি অস্পষ্ট রয়েছে। খবর এনডিটিভির।

২০২২ সালের শেষ দিকে বিশ্বব্যাপী ভ্রমণ শুরু করেন জ্যাক মা। তিনি টোকিও ও জাপানের গ্রামাঞ্চলে সময় কাটিয়েছেন। এরপর যান থাইল্যান্ডে। সেখানে খাবারের জায়গাগুলো ঘুরে দেখেন এবং একটি মুয়ে থাই বপিং ম্যাচ খেলেন। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত মাসে তিনি হংকংয়ে ফিন্যান্স ও টেক এক্সিকিউটিভদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

চীনের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন জ্যাক মা। প্রযুক্তি খাতেও তিনি দেশটির সবচেয়ে প্রভাবশালী উদ্যোক্তা ছিলেন। কিন্তু চীনা সরকারের সমালোচনা শুরুর পর বিপত্তি বাধে। দেশটির আর্থিক খাতের সমালোচনা করায় জ্যাক মার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর হয় বেইজিং। এরপর থেকে ধীরে ধীরে আড়ালে যেতে থাকেন এই উদ্যোক্তা। গত মাসে চীনা তথ্যপ্রযুক্তির বৃহৎ সেবাদাতা প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের নিয়ন্ত্রণ হস্তান্তর করেন এর প্রতিষ্ঠাতা জ্যাক মা।