- প্রযুক্তি
- গুগলের ২ কোটি টাকা বেতনের চাকরির পরীক্ষায় পাস চ্যাটজিপিটি!
গুগলের ২ কোটি টাকা বেতনের চাকরির পরীক্ষায় পাস চ্যাটজিপিটি!

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চ্যাটবট চ্যাটজিপিটি বর্তমানে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে আলোড়িত নাম। এটির স্বয়ংক্রিয় কাজের দক্ষতায় অনেকে পেশাজীবী চাকরি হারাতে পারেন এমন শঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি চ্যাটজিপিটি গুগলের তৃতীয় ধাপের (এল ৩) সফটওয়্যার প্রকৌশলের চাকুরির জটিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। গুগলের এ ধরনের প্রকৌশলের বার্ষিক বেতন ১ লাখ ৮৩ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি।
সিনএনবিসির তথ্যানুসারে, গুগলের এই পরীক্ষাটি একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটের মাধ্যমে করা হয়েছিল। 'আশ্চর্যজনকভাবে, কোডিং পজিশনের জন্য ইন্টারভিউ নেওয়ার সময় চ্যাটজিপিটি গুগলের তৃতীয় ধাপের (এল ৩) সফটওয়্যার প্রকৌশলের পদে এ নিয়োগ পায়।
গুগলের সফটওয়্যার প্রকৌশলী নির্বাচন প্রক্রিয়ায় প্রধানত প্রযুক্তিগত প্রশ্নের ওপর নির্ভর করে, যাতে অনায়াসে উতরে গেছে চ্যাটজিপিটি। চ্যাটজিপিটি একটি অত্যাধুনিক ভাষা প্রক্রিয়াকরণ কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল। এই চ্যাটবট মানুষের মতো টেক্সট তৈরি করতে সক্ষম। ব্যবহারকারী যে কোনো প্রশ্নের উত্তর খুব গঠনমূলক এবং সহজ ভাবে প্রদর্শন করে এই চ্যাটবট।
সম্প্রতি পিসিম্যাগ চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করেছিল, এটি কখনও সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারদের বিকল্প হবে কিনা- এমন প্রশ্নের জবাবে উত্তরে চ্যাটবটটি জানায়, না, চ্যাটজিপিটি সফটওয়্যার প্রকৌশলীদের বিকল্প হবে না। বরং তাদের জটিল অনেক সমস্যার সমাধানের সহায়ক হতে পারে।
মন্তব্য করুন