বাণিজ্য মন্ত্রণালয় প্রণীত 'ডিজিটাল বাণিজ্য আইন ২০২৩' পাস হলে ই-কমার্স ব্যবসা কঠিন হয়ে পড়বে; ই-কমার্স ব্যবসা ক্ষতির মুখে পড়বে। নতুন এ আইন কোনোভাবেই ব্যবসাবান্ধব নয়।
সম্প্রতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত গোলটেবিল বৈঠকে এ আশঙ্কার কথা ব্যক্ত করেন অংশগ্রহণকারী ই-কমার্স ব্যবসায়ী ও নেতারা। ই-কমার্স প্ল্যাটফর্ম চালডাল ডটকমের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা জিয়া আশরাফের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বৈঠকে বেসিসের সাবেক সভাপতি ও বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুর, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ই-ক্যাবের সহসভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন, চালডাল ডটকমের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ওয়াসিম আলিম, বিক্রয় ডটকমের প্রধান নির্বাহী ঈশিতা শারমিন, ই-কুরিয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ই-কমার্স ব্যবসা নিয়ে গ্রাহকের স্বার্থ সুরক্ষায় ২০টির বেশি আইন রয়েছে। ডিজিটাল লেনদেন নিরাপত্তা ও বাণিজ্য সম্পর্কিত বাংলাদেশ ব্যাংকেরও দায়িত্ব রয়েছে। ২০২১ সালে ই-কমার্সে প্রতারণার ঘটনা ঘটেছে মূলত বিদ্যমান আইন প্রয়োগ না করায়; আইনের অভাবের কারণে নয়। আর এ জন্যই নতুন আইনের প্রয়োজন নেই। নতুন খসড়া আইনের বিধিবিধান ই-কমার্সে নতুন উদ্যোক্তা তৈরিতে প্রতিবন্ধক হবে। হাজার হাজার ক্ষুদ্র উদ্যোক্তার ব্যবসা বন্ধ হয়ে যাবে। সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ডিজিটাল কমার্স অ্যাক্ট-২০২৩ প্রণয়ন করছে। এ বিষয়ে বেসিসের কাছে প্রস্তাবিত এ আইনের বিষয়ে মতামত জানতে চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।