টিকটক নিষিদ্ধ করল নেপাল
জনপ্রিয় অ্যাপ

টিকটক নিষিদ্ধ করল নেপাল সরকার। ছবি: রয়টার্স।
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩ | ১৬:০৮ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৩ | ২০:১৮
চীনা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ‘টিকটক’ কনটেন্ট দেশের সামাজিক সম্প্রীতি বিঘ্নিত করছে— এমন অভিযোগের তুলে প্ল্যাটফর্মটিকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে নেপাল সরকার। দেশটির মন্ত্রিসভার বৈঠকে সোমবার (১৩ নভেম্বর) এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নিষেধাজ্ঞা প্রসঙ্গে নেপালের টেলিকম কর্তৃপক্ষের চেয়ারম্যান পুরুষোত্তম খানাল আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইতোমধ্যে ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের টিকটক অ্যাপ বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে। কিছু কিছু প্রতিষ্ঠান ইতোমধ্যেই এটি বন্ধ করে দিয়েছে। অচিরেই অন্য অপারেটররা অ্যাপটি বন্ধ করে দেবে।
ঠিক কবে নাগাদ এই নিষেধাজ্ঞা পুরোপরি কার্যকর করা হবে, সে ক্ষেত্রে নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানায়নি নেপাল সরকার।
/এসএইচ/
- বিষয় :
- টিকটক