- প্রযুক্তি
- বেসিস সফটএক্সপোতে এলআইসিটির বিশেষ সেমিনার
বেসিস সফটএক্সপোতে এলআইসিটির বিশেষ সেমিনার

‘টেকনোলজি ফর প্রসপারিটি’ স্লোগান নিয়ে দেশের সফটওয়্যার খাতের সবচেয়ে বড় প্রদর্শনী বেসিস সফটএক্সপো শুরু হয়েছে মঙ্গলবার।
তথ্যপ্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফর্মেশন সার্ভিসেস (বেসিস)-এর যৌথ আয়োজনে রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)’তে তিন দিনব্যাপী এই প্রদর্শনী চলবে ১৯ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত।
এবারের সফটএক্সপোতে থাকছে ‘লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লায়মেন্ট অ্যান্ড গভার্নেন্স (এলআইসটি) প্রকল্প’ আয়োজিত তিনটি বিশেষ সেমিনার।
প্রদর্শনীর প্রথম দিন ১৯ মার্চ বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত হল-০১ এ অনুষ্ঠিত হয় ৪র্থ শিল্প বিপ্লবের প্রস্তুতির জন্য বাংলাদেশ প্রেক্ষিতে কেমন শিক্ষা ও দক্ষতা প্রয়োজন বিষয়ে আলোকপাত করে ‘Education and Skills: Preparing for 4IR’ শীর্ষক সেমিনার।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রোকোনুজ্জামান।
উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মোস্তাফা জব্বার এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য করুন