ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

মহাকাশ

মহাকাশ

মহাকাশে রেস্তোরাঁ, শূন্যে বসে খেতে পারবেন ‘এনক্যাপসুলেটেড অ্যারোমা’

পায়ের নিচে শূন্যতা। আরও অনেক নিচে সবুজাভ পৃথিবী। খুব কাছ থেকে দেখতে পারবেন সূর্যোদয়। কখনও মাথার ওপরে উজ্জ্বল তারা। আবার কখনও খুব কাছ দিয়ে ছুটে যেতে দেখবেন উল্কা। এমন মহাজাগতিক দৃশ্য দেখতে দেখতে সুখের পানীয়তে চুমুক দিতে কেমন লাগবে? বিস্ময়কর মনে হলেও এমন স্বাদের দেখা পেতে পারেন আগামী বছরেই। পৃথিবীর স্ট্র্যাটোস্ফিয়ারে ভাসমান এক রেস্তোরাঁ খুলছে নিউইয়র্কের ‘স্পেসভিআইপি’ নামে একটি পর্যটন সংস্থা। ইতিমধ্যে বিশ্বের অন্যতম খ্যাতনামা এক ড্যানিশ শেফকে নিয়োগও করে ফেলেছে তারা। 

আপডেটঃ ১৯ মার্চ ২০২৪ | ০৭:৫১
মহাকাশে রেস্তোরাঁ, শূন্যে বসে খেতে পারবেন ‘এনক্যাপসুলেটেড অ্যারোমা’

সর্বশেষ