উজবেকিস্তানকে হারাল বাংলাদেশ
-samakal-651814251aa96.jpg)
ক্রীড়া প্রতিবেদক, হ্যাংঝু (চীন) থেকে
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১২:২৭ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১২:২৭
এশিয়ান গেমস হকিতে সিঙ্গাপুরের পর এবার উজবেকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। শনিবার তারা জিতেছে ৪-২ গোলে। আগামীকাল শক্তিশালী ভারত ম্যাচের আগে এই জয়টি কিছুটা হলে্ও খেলোয়াড়দের আত্নবিশ্বাস জোগাবে। ৪ ম্যাচে ৬ পয়েন্ট বাংলাদেশের।
চীনের গংসুক ক্যানাল স্পোর্টস পাক স্টেডিয়ামে ১০ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম গোল পান। ১৭ মিনিটে রুসলান করিমভের গোলে সমতায় ফেরে উজবেকিস্তান। চার মিনিট পর আরশাদ হোসেনের গোলে বাংলাদেশ আবার লিড নেয়। যদিও বাংলাদেশের এই লিড বেশিক্ষণ থাকেনি। পুনরায় ম্যাচে সমতা আনে উজবেকিস্তান। ২৬ মিনিটে জনিবেক ফিল্ড গোল করেন। ২-২ গোলের সমতায় মধ্য বিরতিতে যায় দুই দল।
বিরতির পর বাংলাদেশ তৃতীয় গোল করে এগিয়ে যায়। ৪২ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আশরাফুল ইসলাম লক্ষ্যভেদ করে উজবেকিস্তানকে পেছনে ফেলেন। ৫২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম চতুর্থ গোল করে বাংলাদেশের জয় সুনিশ্চিত করেন।
- বিষয় :
- এশিয়ান গেমস
- হকি
- বাংলাদেশ-উজবেকিস্তান