ঢাকা শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন

Advertisement
Advertisement

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১২:০৭ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:৪২

সাকিব আল হাসানের নেতৃত্বে ২০২৩ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ দল। ১০ দল নিয়ে আয়োজিত আসরের প্রথম পর্বে অংশগ্রহণকারী বাকি নয়টি দলের বিপক্ষে খেলবে তারা।

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। আগামী ৭ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ১১টায় ধর্মশালায় আফগানদের বিপক্ষে মাঠে নামবে সাকিব-লিটনরা। এরপর একে একে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। 

বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ ওপেনার ও সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। শেষ মুহূর্তে চোট নিয়ে শঙ্কা ও ফিটনেস ইস্যুতে তিনি বাদ পড়েন বলে জানান নির্বাচকরা। চোটের কারণে আগেই ছিটকে যান পেসার এবাদত হোসেন।

প্রথম পর্বে বাংলাদেশের সূচি:

তারিখ ও বার
ম্যাচসময়ভেন্যু
৭ অক্টোবর, শনিবারবাংলাদেশ-আফগানিস্তান
সকাল ১১টা
ধর্মশালা
১০ অক্টোবর, মঙ্গলবারবাংলাদেশ-ইংল্যান্ড
সকাল ১১টা
ধর্মশালা
১৩ অক্টোবর, শুক্রবারবাংলাদেশ-নিউজিল্যান্ড
দুপুর ২টা ৩০ মিনিট
চেন্নাই
১৯ অক্টোবর, বৃহস্পতিবারবাংলাদেশ-ভারত
দুপুর ২টা ৩০ মিনিট
পুনে
২৪ অক্টোবর, মঙ্গলবারবাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
দুপুর ২টা ৩০ মিনিট
মুম্বাই
২৮ অক্টোবর, শনিবারবাংলাদেশ-নেদারল্যান্ডস
দুপুর ২টা ৩০ মিনিট
কলকাতা
৩১ অক্টোবর, মঙ্গলবারবাংলাদেশ-পাকিস্তান
দুপুর ২টা ৩০ মিনিট
কলকাতা
৬ নভেম্বর, সোমবার
বাংলাদেশ-শ্রীলঙ্কা
দুপুর ২টা ৩০ মিনিট
দিল্লি
১১ নভেম্বর, শনিবার
বাংলাদেশ-অস্ট্রেলিয়া
সকাল ১১টা
পুনে


আরও পড়ুন