ঢাকা বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

তামিমকে ছাড়াই কি বিশ্বকাপ দল?

তামিমকে ছাড়াই কি বিশ্বকাপ দল?

Advertisement
Advertisement

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ০৮:২৪ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ০৮:২৯

কোমরের ইনজুরিটা বেশ বেকায়দায় ফেলে দিয়েছে তামিমকে। যে কারণে বিশ্বকাপে তিনি পুরোপুরি খেলতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ-সংশয় দেখা দিয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলার পরই সংবাদ সম্মেলনে এসে তামিম জানিয়েছিলেন, তিনি এখনও পুরোপুরি ফিট নন। ঝুঁকি এড়াতে খেলছেন না শেষ ওয়ানডে ম্যাচে। যদিও কোমরের চোট পরিচর্যা করে খেলায় ফেরা তামিম দ্বিতীয় ম্যাচে খেলেছেন ৪৪ রানের এক ঝলমলে ইনিংস। 

বিসিবি সূত্রের খবর, তামিম নাকি নির্বাচকদের জানিয়েছেন, যদি তাকে বিশ্বকাপ দলে নেওয়া হয়, তাহলে এটা (শতভাগ ফিট নন) মেনে নিয়েই নিতে হবে। দলে থাকলে তিনি তার সর্বোচ্চটা দিয়েই খেলার চেষ্টা করবেন। তার কোমরের সমস্যার কথা গুরুত্ব সহকারে সামনে এনেছেন।

তবে এমন 'আনফিট' ক্রিকেটারকে বিশ্বকাপের মত বড় আসরে বয়ে বেড়ানো বাংলাদেশের জন্য বিলাসিতা। বিসিবি সূত্রের খবর, তামিমের এমন শর্তে রাজি নয় অধিনায়ক সাকিব আল হাসান। কাল রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাসায় হওয়া এক সভায় অধিনায়ক সাকিব আল হাসান এবং কোচ চন্ডিকা হাথুরুসিংহে বোর্ড সভাপতিকে জানিয়েছেন, বিশ্বকাপের মতো বড় আসরে তারা কোনো 'আনফিট' বা 'অর্ধেক ফিট' ক্রিকেটারকে দলে চান না। এমনকি তিনি যদি হন তামিম ইকবালের মতো অভিজ্ঞ কেউও।

আরও পড়ুন