- খেলা
- সহ-অধিনায়কত্ব হারাবেন নাকি বাদও পড়বেন শাদাব!
সহ-অধিনায়কত্ব হারাবেন নাকি বাদও পড়বেন শাদাব!

পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খান। ছবি: টুইটার
পাকিস্তানের লেগ স্পিন অলরাউন্ডার শাদাব খান ওয়ানডে দলের সহ-অধিনায়কের পদ হারাতে পারেন। এমনকি বিশ্বকাপ দলেও জায়গা হারাতে পারেন এই অভিজ্ঞ ক্রিকেটার। এশিয়া কাপে তার অফ ফর্মের পাশাপাশি ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন বোর্ড কর্মকর্তারা।
সেজন্য পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, বোর্ডের প্রধান নির্বাচক ও বোর্ড কর্মকর্তারা এক সভায় বসেছিলেন। সেখানে শাদাব খানকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এশিয়া কাপের সুপার ফোরে শাদাবের রান আটকাতে না পারা এবং উইকেট নিতে ব্যর্থ হওয়া নিয়ে সভায় কথা হয়েছে।
এমনকি এশিয়া কাপ চলাকালে অধিনায়ক বাবর সতীর্থ শাদাবের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছিলেন। শাদাবও অবশ্য কম যান না। এর আগে তিনি বাবর আজমের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বলেছিলেন যে, বাবরের সঙ্গ তারা মাঠের চেয়ে মাঠের বাইরে বেশি উপভোগ করেন। মাঠে নাকি বাবর ভিন্ন ধরনের মানুষ।
পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, শাদাব খানকে বিশ্বকাপ দলে না নিয়ে ২৪ বছর বয়সী রহস্য লেগ স্পিনার আবরার আহমেদকে নেওয়ার ভাবনা-চিন্তা চলছে। আবরার এখনও কোন ওয়ানডে খেলেননি। তবে ৬ টেস্ট খেলে নিয়েছেন ৩৮ উইকেট। দু’বার ইনিংসে পাঁচ উইকেট এবং একবার ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন।
মন্তব্য করুন