রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার করিম বেনজেমাকে সৌদি আরবের ক্লাব মোটা অঙ্কের বেতনে চুক্তির প্রস্তাব দিয়েছে। মঙ্গলবার এই খবর দিলেও স্প্যানিশ সংবাদ মাধ্যম ‘এএস’ ক্লাবটির নাম প্রকাশ করতে পারেনি। 

এবার সংবাদ মাধ্যম ফুট মার্কেতো দাবি করেছে, চলতি মৌসুমে সৌদি আরবের প্রো লিগ চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ ফ্রান্স স্ট্রাইকার বেনজেমাকে ওই চুক্তির প্রস্তাব দিয়েছে। দুই বছরের চুক্তির প্রস্তাবে ক্লাবটি ৪০০ মিলিয়ন ইউরো বা প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা বেতন দিতে চেয়েছে। 

ফুট মার্কেতো আরও গভীরের খবরও দিয়েছে। তারা জানিয়েছে, সৌদি লিগে যোগ দেওয়ার বিষয়ে আগ্রহী আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলা ৩৫ বছর বয়সী স্ট্রাইকার বেনজেমা। এরই মধ্যে ইচ্ছের বিষয়টি রিয়াল মাদ্রিদকে জানিয়েও দিয়েছেন তিনি। 

বেনজেমার সঙ্গে রিয়ালের চুক্তি শেষ হচ্ছে জুনে। তবে শেষ হতে যাওয়া মৌসুমেও তিনি লস ব্লাঙ্কোসদের পক্ষে সর্বোচ্চ গোল করেছেন। ২০২২ সালে ব্যালন ডি’অর জয়ী বেনজেমাকে আরও এক মৌসুমের চুক্তি দিতে চেয়েছিল মাদ্রিদ ভিত্তিক ক্লাবটি। থাকার ইচ্ছেও ছিল বেনজেমারও। তবে সৌদি ক্লাবের আকর্ষণীয় বেতনে ঝুঁকে পড়েছেন তিনি।

/এমএইচ/