টোড বোহলি চেলসির মালিকানা নেওয়ার পর দু’হাত খুলে অর্থ ঢেলেছেন। তাতে সাফল্য পায়নি চেলসি। শেষ হওয়া প্রিমিয়ার লিগ মৌসুমেই তিনজন কোচ পাল্টেছে ব্লুজরা। এবার দায়িত্ব নিচ্ছেন মাউরিসিও পচেত্তিনো। 

তিনি ব্লুজদের দায়িত্ব নিয়েই ১৫জন ফুটবলারকে বিতাড়িত করবেন বলে দাবি করেছে সংবাদ মাধ্যম ডেইলি মেইল। 

বোহলি দায়িত্ব নেওয়ার পর চেলসি ৬০০ মিলিয়ন পাউন্ডের ওপরে ফুটবলার কিনতে খরচ করেছে। পচেত্তিনো এসে বাড়তি ফুটবলার বিক্রি করে ২৮০ মিলিয়ন ইউরো ঘরে তোলার টার্গেট নিয়েছেন বলেও জানানো হয়েছে। 

আর্জেন্টাইন কোচ পচেত্তিনোর ব্ল্যাক লিস্টে আছেন বেশ কয়েকটি বড় নামও। যেমন- পিয়ারে এমরিক অবামেয়াংকে ছেড়ে দিতে চান তিনি। হাকিম জায়েখ, ক্রিস্টিয়ান পুলিসিক, কালাম হুডসনে আস্থা নেই তার। কালিদো কাউলিবালি, সিজারে আজপিকুয়েটা ও এনগোলে কান্তেকেও ছেড়ে দিতে চান সাবেক স্পার্স ও পিএসজি কোচ।