ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। দুই দফায় আসবেন রশিদ-নবীরা। প্রথম দফায় অনুষ্ঠিত হবে সিরিজের একমাত্র টেস্ট। ইনজুরির কারণে মিরপুরে অনুষ্ঠিতব্য ওই টেস্টে খেলতে পারছেন না অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিতে পারেন সহ-অধিনায়ক লিটন কুমার দাস।

আগামী ১৪ থেকে ১৮ জুন হতে চলা একমাত্র টেস্ট ম্যাচে সাকিবকে যে পাওয়া যাচ্ছে না, তা নিশ্চিত করেছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।

আফগানিস্তান সিরিজে টেস্টে বাংলাদেশ দলের নেতৃত্বে সাকিবকে দেখা যাবে কি-না এমন প্রশ্নের জবাবে বাশার জানান, 'সাকিব না থাকলে একটা প্লেয়ার কমে যায়। সাকিব থাকলে যেটা হয় আরকি… ইনফ্যাক্ট, সাকিব মুশফিক দুইজন থাকলে একটা বাড়তি সুবিধা পাই। হয় আমরা একটা বাড়তি ব্যাটার নিয়ে খেলতে পারি অথবা একজন বোলার বেশি নিয়ে খেলতে পারি। কন্ডিশন অনুযায়ী সেটা আমরা করে থাকি। ওর না থাকাটা স্টেপ ব্যাক। বিশ্ব ক্রিকেটে খুব কম ক্রিকেটারই আছেন যারা ব্যাটিং-বোলিং করে দলে আসতে পারে। সাকিবের ব্যাটিং-বোলিং আমরা মিস করব। আমার মনে হয় বাকি যারা দলে আছে তাদের দায়িত্ব বাড়বে।'

আফগানদের বিপক্ষে সাকিবের না থাকা নিয়ে এই নির্বাচক বলেন, 'যদি আমাদের দলটা দেখেন বাংলাদেশ দল দুইটা বিভাগেই ভালো। সাকিবের বোলিং তো বাংলাদেশ অবশ্যই মিস করবে। কিন্তু সাকিব ছাড়া তাইজুল আছে, মিরাজ আছে, তারাও কিন্তু যথেষ্ট ভালো বল করে টেস্ট ম্যাচে। আমাদের পেস বোলিং বিভাগটা অনেক রিচ। আমাদের যে রকম দরকার, দল অনুযায়ী কিন্তু ওইরকম সিদ্ধান্ত নিতে পারি। তো সেটা নিয়ে অনেক আগেই চিন্তা ভাবনা হয়ে গেছে।'