- খেলা
- বর্ণবাদে অতিষ্ঠ ভিনিসিয়াস কি রিয়াল ছাড়বেন?
বর্ণবাদে অতিষ্ঠ ভিনিসিয়াস কি রিয়াল ছাড়বেন?

ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে নির্মম বর্ণবাদের শিকার ভিনিসিয়াস। ছবি: টুইটার
রিয়াল মাদ্রিদের তারকা হয়ে উঠছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। গত মৌসুমে প্রথমবার ২০ গোলের গণ্ডি ছাড়িয়ে ছিলেন। চলতি মৌসুমে আরও বেশি গোল এসেছে তার পা থেকে। সঙ্গে দলে এবং মাঠে বেড়েছে তার প্রভাব।
ওটাই কাল হয়েছে ভিনিসিয়াসের জন্য! মৌসুম জুড়ে স্প্যানিশ লিগের অ্যাওয়ে ম্যাচে বর্ণবাদের শিকার হয়েছেন তিনি। তার গোল উদযাপন, নাচ নিয়ে আপত্তি প্রতিপক্ষের ভক্ত-দর্শকদের।
রোববার রাতের ম্যাচে ভিনির পূর্বের সব অভিজ্ঞতা হার মেনেছে। ভ্যালেন্সিয়ার দর্শকরা বর্ণবাদী আচরণে রীতিমতো অতিষ্ঠ করে তোলেন ২২ বছর বয়সী ভিনিকে। তিনি এতোটাই বিরক্ত হন যে, ভ্যালেন্সিয়ার বর্ণবাদী দর্শকদের শনাক্ত করেন। তাদের শাস্তি দাবি করেন এবং ব্যবস্থা না নিলে ম্যাচে আর খেলবেন না বলেও জানিয়ে দেন।
এরপর লাল কার্ড দেখতে হয়েছে ভিনিসিয়াসের। লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস পর্যন্ত নির্মম বর্ণবাদের শিকার হওয়া ভিনিকে সমর্থন দেননি। সব মিলিয়ে ব্রাজিলিয়ান তরুণ রিয়াল মাদ্রিদ ছাড়বেন কিনা এমন প্রশ্ন উঠেছে।
তার সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তি আছে ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত। অর্থাৎ আগামী মৌসুমে সোনার ডিম দেওয়া ভিনি ফ্রি এজেন্ট হয়ে যাবেন। চুক্তি নবায়ন না করে তিনি রিয়াল ছেড়ে যাবেন কিনা এমন প্রশ্নের উত্তর দিয়েছেন ফুটবলের দলবদল বিশেষজ্ঞ ক্রীড়া সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো।
তিনি জানিয়েছেন, সাম্প্রতিক প্রতিবেদন ও বর্ণবাদী আচরণের শিকার হওয়া সত্ত্বেও ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদ ছাড়ার কথা ভাবছেন না। তিনি রিয়ালে থাকতে চান এবং স্প্যানিশ ফুটবলের এই বর্ণবাদ প্রতিহত করতে চান। দ্রুতই লস ব্লাঙ্কোসদের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তির ঘোষণাও আসতে পারে। যেখানে তার বেতনও বাড়বে।
মন্তব্য করুন