সিশেলসের বিপক্ষে প্রীতি ফুটবলের জন্য জাতীয় দল ক্যাম্প করেছিল সৌদি আরবে। কিন্তু এই দলটির সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ দল। বিদেশে ক্যাম্প করেও ফলশূন্য হওয়ায় সমালোচিত হতে হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। 

জুনে ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের জন্য সৌদি কিংবা কাতারে গিয়ে ক্যাম্প করার কথা থাকলেও বর্তমানে নানা ইস্যুতে টালমাটাল বাফুফে সেই পথে আর হাঁটেনি। জামাল ভূঁইয়াদের ক্যাম্প ঢাকাতেই করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। ৩ জুন প্রিমিয়ার লিগের খেলা শেষ হওয়ার পরদিন এক ছাদের নিচে আসবেন জামাল ভূঁইয়ারা। 

বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করবে হ্যাভিয়ের ক্যাবরেরার দল। ১৫ জুন কম্বোডিয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য ১২ জুন ঢাকা ছাড়বেন আনিসুর রহমান জিকোরা। সেখান থেকে ১৬ জুন সাফ ফুটবল খেলতে বেঙ্গালুরুর উদ্দেশে কম্বোডিয়া ছাড়বেন তাঁরা। এবারের সাফে দক্ষিণ এশিয়ার বাইরের দল কুয়েতসহ এখন পর্যন্ত সাতটি দল চূড়ান্ত হয়েছে।