- খেলা
- ফেডারেশন কাপে বসুন্ধরার সামনে আজ মুক্তিযোদ্ধা
ফেডারেশন কাপে বসুন্ধরার সামনে আজ মুক্তিযোদ্ধা

গত ২৫ ফেব্রুয়ারি শেষ হয়েছিল প্রিমিয়ার লিগের প্রথম পর্ব। এরপর জাতীয় দলের ব্যস্ততা এবং মধ্যবর্তী দলবদলের কারণে দীর্ঘ বিরতিতে যায় ঘরোয়া ফুটবল। এক মাসের বেশি সময় পর আবার মাঠে গড়াচ্ছে দেশের ফুটবল।
আজ ফেডারেশন কাপ দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া প্রতিযোগিতা। মুন্সীগঞ্জে বিকেল সোয়া ৩টায় ফেডারেশন কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
নতুন মৌসুমে ইউরোপিয়ান স্টাইলে ঘরোয়া ফুটবল চালু করে পেশাদার লিগ কমিটি। এরই ধারাবাহিকতায় আজ ফেডারেশন কাপ এবং শুক্র ও শনিবার হবে প্রিমিয়ার লিগের খেলা। সে হিসেবে শুক্রবার লিগের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন