- খেলা
- টেস্টে ‘দাপট দেখানোর’ পরিকল্পনা বাংলাদেশের
টেস্টে ‘দাপট দেখানোর’ পরিকল্পনা বাংলাদেশের

টেস্ট ম্যাচের অনুশীলনে লিটন দাস। ছবি: এএফপি
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল সিরিজের একমাত্র টেস্টে দাপট দেখিয়ে খেলতে চায়। বাংলাদেশ যখন টেস্ট অঙ্গনে নতুন ছিল, তখন প্রতিপক্ষ যেভাবে খেলতে ঠিক ওভাবে। রোববার সংবাদ মাধ্যমকে এমন কথাই বলেছেন বিসিবির নির্বাচক কমিটির সদস্য আব্দুর রাজ্জাক।
সাবেক বাঁ-হাতি স্পিনার বলেছেন, ‘আমার সোজা হিসাব, আমরা টেস্ট জিততে চাই। একটা সময় প্রতিপক্ষ আমাদের বিপক্ষে দাপট দেখিয়ে টেস্ট খেলতো। আমরাও আয়ারল্যান্ডের বিপক্ষে দাপট দেখিয়ে খেলতে চাই। যাতে করে টেস্টে আমাদের উন্নতি হচ্ছে এটা বোঝানো যায়।’
মঙ্গলবার টেস্ট ম্যাচ শুরু হবে। রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে লিটন দাস, মুশফিকুর রহিমরা আক্রমণাত্মক স্টাইলে ব্যাটিং অনুশীলন করেছেন। যেন অনুশীলন থেকেই পরিষ্কার বার্তা দেওয়া। শুধু ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে নয় তিন ফরম্যাটেই এখন থেকে বাংলাদেশ কর্তৃত্ব করে খেলতে চায়।
বিষয়টি নিয়ে সাবেক ক্রিকেটার রাজ্জাক বলেছেন, ‘টেস্ট ক্রিকেট ভিন্ন জিনিস। আমাদের টেস্ট শুরুর দিকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড যখন খেলতো, তখন তারা পূর্ণ শক্তির দল নিয়েই খেলতো। ভারত টেস্ট খেলতে আসলে মূল দলটাই নিয়ে আসে। টেস্ট জেতা বড় বিষয়। ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও কেউ এটা থেকে বঞ্চিত হতে চায় না।’
আব্দুর রাজ্জাক জানিয়েছেন, আয়ারল্যান্ডকে দুর্বল দল ভাবার সুযোগ নেই। কারণ তাদের অনেক ক্রিকেটার কাউন্টি ক্রিকেট খেলেন। স্পোর্টিং উইকেটে ওদের খেলার অভিজ্ঞতা আছে। সেজন্য তারা কোন ক্রিকেটারকে বিশ্রাম বা ছুটি না দিয়ে মূল দলটা খেলাতে চান। এছাড়া সাবেক এই ক্রিকেটার মনে করেন, সেরা দুই-তিন জনকে ছুটি দিয়ে টেস্ট খেলার মতো দল বাংলাদেশ এখনও হয়নি।
মন্তব্য করুন