- খেলা
- সাত মিনিটে বেনজেমার হ্যাটট্রিক, বিশাল জয় রিয়ালের
সাত মিনিটে বেনজেমার হ্যাটট্রিক, বিশাল জয় রিয়ালের

প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন বেনজেমা। ছবি: এএফপি
লিগ শিরোপার লড়াই থেকে ছিটকে পড়া রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ৬-০ গোলের বিশাল জয় পেয়েছে। ফ্রান্সম্যান করিম বেনজেমা সাত মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করেছেন।
রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ২২ মিনিটে প্রথম গোল করে লস ব্লাঙ্কোসরা। রদ্রিগো গোয়েস দলকে প্রথম লিড এনে দেন।
এরপর করিমে বেনজেমা শো। তিনি ২৯ মিনিটে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোল করেন। ৩২ মিনিটে তিনি নিজের দ্বিতীয় গোল করেন। ৩৬ মিনিটে দলকে ৪-০ গোলে এগিয়ে নেন। পূর্ণ করেন হ্যাটট্রিক।
বেনজেমার প্রথম দুই গোলে সহায়তা দেন তরুণ ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। অন্য গোল করান ব্রজিলের আরেক তরুণ রদ্রিগো গোয়েস।
দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে দলকে ৫-০ গোলে এগিয়ে নেন মার্কো অ্যাসেনসিও। তার ওই গোলেও সহায়তা করেন নাম্বার টেন বা দ্বিতীয় স্ট্রাইকার হিসেবে খেলা রদ্রিগো।
যোগ করা সময়ে গোল আসে রাইট ব্যাক লুকাস ভাসকেসের পা থেকে। ৬৫ মিনিটে করিম বেনজেমার বদলি নামা এডেন হ্যাজার্ড ওই গোলের কারিগর।
এই জয়ে রিয়ালের ২৭ ম্যাচে পয়েন্ট দাঁড়াল ৫৯। সমান ম্যাচ খেলে লিগ শিরোপার পথে ছোঁটা জাভির বার্সার পয়েন্ট ৭১। অর্থাৎ কাতালানরা ১২ পয়েন্টে রিয়ালের চেয়ে এগিয়ে আছে।
মন্তব্য করুন