- খেলা
- তরুণ তিলকের তেলেসমাতি, মুম্বাইয়ের ভালো পুঁজি
তরুণ তিলকের তেলেসমাতি, মুম্বাইয়ের ভালো পুঁজি

ছবি: এএফপি
আইপিএলের সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্স চলতি আসরের প্রথম ম্যাচেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ২০ রানে তিনটি এবং ৪৮ রানে হারায় চতুর্থ উইকেট।
সেখান থেকে ২০ বছর বয়সী বাঁ-হাতি মিডল অর্ডার ব্যাটার তিলক ভার্মা তেলেসমাতি দেখিয়েছেন। তার দুর্দান্ত ব্যাটিংয়ে বিপর্যয় সামলে ৭ উইকেটে ১৭১ রান তুলেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
দলটির ওপেনার ইশান কিশান ১৩ বলে ১০ রান করে ফিরে যান। তিনে নামা ক্যামেরুন গ্রিন করেন ৫ রান। অধিনায়ক রোহিত শর্মা ১০ বলের মুখোমুখি হয়ে মাত্র ১ রান তুলে সাজঘরে ফেরেন। এরপর সূর্যকুমার যাদব ১৫ রান করে আউট হন।
পরের লড়াইটা পাঁচে নামা তরুণ তিলক ভার্মার একার। তিনি ৪৬ বলে ৮৪ রানের ক্যারিয়ার সেরা হার না মানা ইনিংস খেলেন। চারটি ছক্কা ও নয়টি চার হাঁকান। তার সঙ্গে নেহাল ওয়াডহেরা ২১ রান ও অর্শদ্বীপ খান ১৫ রান যোগ করেন।
ব্যাঙ্গালুরুর হয়ে মোহাম্মদ সিরাজ দারুণ বোলিং করেছেন। ৪ ওভারে ২১ রান দিয়ে তিনি নেন এক উইকেট। রিচ টপলে ২ ওভারে ১৪ রান খরচ করে এক উইকেট দখল করেন। করম শর্মা ৪ ওভারে ৩২ রান দিয়ে নেন দুই উইকেট।
মন্তব্য করুন