- খেলা
- ক্রিকইনফোর বর্ষসেরা মিরাজ-এবাদত
ক্রিকইনফোর বর্ষসেরা মিরাজ-এবাদত

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কার জিতেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেন। দুটি ভিন্ন ক্যাটাগরিতে সেরা হয়েছেন এই দুজন।
২০২২ সালের সেরা ওয়ানডে ইনিংসের পুরস্কার জিতেছেন মিরাজ। গতবছর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস এক ম্যাচে আট নম্বরে নেমে শতক হাঁকিয়ে দলের জয়ে অবদান রেখেছিলেন মিরাজ। ৮৩ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন তিনি। এই সিরিজেই ডাবল সেঞ্চুরি (১৩১ বলে ২১০) করেন ইশান কিশান। সেই ডাবল সেঞ্চুরির ইনিংসকে পেছনে ফেলে মিরাজের ইনিংসটি জিতে নিয়েছে ক্রিকইনফো'র বর্ষসেরা ওয়ানডে ইনিংসের পুরস্কার।
Mehidy Hasan Miraz scored a stunning ???? against India from the No. 8 spot ????https://t.co/2rcnhOE0vh #ESPNcricinfoAwards pic.twitter.com/cIp3FAUYth
— ESPNcricinfo (@ESPNcricinfo) March 18, 2023
অন্যদিকে, সাদা পোশাকে বর্ষসেরা পারফরম্যান্সের জন্য পুরস্কার পেয়েছেন টাইগার পেসার এবাদত হোসেন। গত বছর মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন ডানহাতি এই পেসার। স্বপ্নের মতো পার করা ওই টেস্টে এবাদত দলকে কিউইদের মাটিতে টেস্ট জয়ের স্বাদ এনে দেন। এবাদতের সেই বোলিং ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট বোলিংয়ের স্বীকৃতি পেয়েছে।
মন্তব্য করুন