- খেলা
- সাঁতার চ্যাম্পিয়ন জাফর ও পারুল
সাঁতার চ্যাম্পিয়ন জাফর ও পারুল
ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২

ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন জাফর ইকবাল ও সাজিদা ইসলাম পারুল।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত 'ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২' ৭ জুন শুরু হয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সাঁতার ইভেন্ট অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আইভি রহমান সুইমিং পুলে অনুষ্ঠিত সাঁতারের ৫০ মি. ফ্রি স্টাইলে চ্যাম্পিয়ন হন সংগ্রামের মো: জাফর ইকবাল। এই ইভেন্টে রানার আপ হন জার্মান নিউজ এজন্সী ডিপিএর নজরুল ইসলাম মিঠু এবং তৃতীয় স্থান অর্জন করেন ভোরের আকাশের শামীম হাসান।
এর আগে সকালে নারী সদস্যদের ৫০ মি. ফ্রি স্টাইলে চ্যাম্পিয়ন হন সমকালের সাজিদা ইসলাম পারুল। এই ইভেন্টে রানার আপ হয়েছেন ডেইলি ভয়েজ অব এশিয়ার মাকসুদা লিসা এবং তৃতীয় স্থান অর্জন করেন ইন্ডিপেন্ডেন্ট টিভির ফরিদা বক্তেয়ারা।
মন্তব্য করুন