এই মুহূর্তে অর্থনৈতিক দুরাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে গোটা শ্রীলঙ্কা। খাদ্য, পানীয়, শিক্ষা, স্বাস্থ্য- সব কিছুরই অভাব দেখা গেছে সারা দেশে। ভেঙে পড়েছে শ্রীলঙ্কার অর্থনীতি। এই অবস্থায় শিশুদের রক্ষা করতে এবং দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে বড় পদক্ষেপ করল অস্ট্রেল্রিয়ার ক্রিকেটাররা।

শ্রীলঙ্কার পাশে দাঁড়াতে দেশটির শিশুদের জন্য ৩০ হাজার ডলার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। যেটি কিনা অস্ট্রেলিয়া আয় করেছে লঙ্কান সফর থেকে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের মাধ্যমে এই অর্থ দান করছেন তারা। 

কয়েকদিন আগেই শ্রীলঙ্কার মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। খুব কাছ থেকে শ্রীলঙ্কার দুর্দশা দেখে এসেছেন প্যাট কামিন্স-ডেভিড ওয়ার্নাররা। এমনকি গল টেস্টের গ্যালারিতেও লঙ্কানদের আন্দোলনের কিছু অংশ দেখা গিয়েছিল। তাই একেবারে সরাসরি নিজের চোখেই দেখেছেন অজি ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও লঙ্কানদের ভয়াবহ অর্থনৈতিক সংকটের বিষয়ে পোস্টও দিয়েছে একাধিক অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, 'অস্ট্রেলীয় ক্রিকেটাররা তাদের পুরস্কারের ৩০ হাজার ডলার শ্রীলঙ্কার শিশুদের জন্য দিচ্ছেন। এটা শ্রীলঙ্কান জনগণের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা থেকেই করছেন। দেশটিতে সফরে গিয়ে ক্রিকেটাররা মানুষের দুর্ভোগ দেখেছেন। খাবার কিনতে লম্বা লাইন দেখেছেন, গাড়ির জ্বালানি নেওয়ার জন্য রাত জেগে অপেক্ষা করতে দেখেছেন মানুষকে। শিশুখাদ্যের অভাব অনুভব করেছেন।'

অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের অর্থ সাহায্য করার ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০২১ সালে করোনা প্রাদুর্ভাবের সময় ভারতে অক্সিজেন সিলিন্ডারের জন্য ৫০,০০০ ডলার সাহায্য করেছিলেন অজি ক্রিকেটাররা।