-samakal-62f5142ad7748.jpg)
এশিয়া কাপের দল ঘোষণার শেষদিন ছিল ৮ আগস্ট। বেশ কয়েকজন ক্রিকেটারের ইনজুরির কারণে এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে বাড়তি তিনদিন সময় নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই সময়েরও আজ (বৃহস্পতিবার) ছিল শেষ দিন।
কিন্তু আজও দল ঘোষণা করেনি বিসিবি। তবে দুয়েকদিনের মধ্যেই দল ঘোষণা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ বোর্ড পরিচালকদের নিয়ে বেক্সিমকো ফার্মার অফিসে বৈঠক শেষে এমনটা জানান পাপন।
তিনি বলেন, 'দলটা আমরা খুব সম্ভত আগামীকাল (শুক্রবার) দিয়ে দেবো বা সর্বোচ্চ পরশু দিন। আগামীকালকেই দিয়ে দেওয়ার সম্ভাবনা খুব বেশি। দৃশ্যটা কেমন হতে পারে সেসব নিয়ে আলাপ-আলোচনা হয়েছে। এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হয়েছে তামিম টি-টোয়েন্টি খেলছে না। লিটন দাস, সোহান ও রাব্বি তিনজনই ইনজুরিতে। সুতরাং তিনজনই নেই আমাদের স্কোয়াডে। দলটা গুছানোই ছিল মূল ইস্যু।'
বিসিবি কর্তাদের বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এছাড়া পরিচালক মাহবুব আনাম, এনায়েত হোসেন সিরাজ, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও ছিলেন বৈঠকে।
মন্তব্য করুন