ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করেই জিম্বাবুয়ে সফরের জন্য দেশ ছাড়বেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ওই সিরিজে তিন ম্যাচের ওয়ানডে ও তিনটি টি-২০ খেলবে টাইগাররা। 

ওই সফরের সূচির ড্রাফট কেমন হবে জানিয়ে সংবাদ মাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, ২২ জুলাই ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দেশ ছাড়বেন ক্রিকেটাররা। ২৫ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 

প্রথমে শুরু হবে ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২৮ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩০ জুলাই ও ১ আগস্ট। এরপর তিন ম্যাচের টি-২০ সিরিজ ৪, ৬ ও ৮ আগস্ট অনুষ্ঠিত হবে। 

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ আগামী ১০ জুলাই  প্রথম ওয়ানডে খেলবে। সিরিজের পরের দুই ওয়ানডে যথাক্রমে ১৩ ও ১৬ জুলাই মাঠে গড়াবে। দেশে ফিরে তাই ক্রিকেটাররা তিন-চারদিনের বেশি ছুটি পাবেন না। জিম্বাবুয়ে সিরিজে দলের কিছু সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হতে পারে।