ওয়েস্ট ইন্ডিজের বিমানে ওঠার এক দিন আগে ছিটকে গেলেন মোহাম্মদ সাইফউদ্দিন। পিঠের পুরোনো সমস্যা এই অলরাউন্ডারকে যেতে দিলো না উইন্ডিজে। ইনজুরির কারণে দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে পেস-অলরাউন্ডার সাইফউদ্দিন। গত বছর অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন তিনি। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকা সিরিজে খেলা হয়নি তার।

ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে মাঠে ফেরেন সাইফউদ্দিন। আবাহনীর হয়ে ১৪ ম্যাচ খেলে ২২ উইকেটের পাশাপাশি করেছেন ২৭০ রানও। তার এমন পারফরম্যান্সে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি আর ওয়ানডে দলে ডাক পান সাইফউদ্দিন। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই পেস বোলিং অলরাউন্ডারের অপেক্ষা আরও বাড়ছে। পিঠের পুরনো চোট নতুন করে ফেরায় ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে গেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা ভালো নয়।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, 'সাইফউদ্দিন যদিও অনুশীলন করছেন। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে, এই মুহূর্তে সে বোলিং করার মতো ফিটনেস অর্জন করতে পারেনি। আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সহ্য করার মতো অবস্থায় তাকে যেতে হবে। তাই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সে খেলতে পারছে না। তবে পুনর্বাসন ও ফিটনেস নিয়ে সে কাজ চালিয়ে যাবে।'

বাংলাদেশের টেস্ট দলে না থাকা ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের সদস্যদের শুক্রবার সন্ধ্যায় দেশ ছাড়ার কথা। তাদের মধ্যে ছিলেন সাইফউদ্দিনও। কিন্তু এই অলরাউন্ডারের যাওয়া হচ্ছে না।

দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে স্বাগতিক ক্যারিবিয়ানদের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২ জুলাই। আর ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ১০ জুলাই থেকে। এর আগে শুক্রবারসেন্ট লুসিয়াতে শুরু হবে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।