শিল্পকলা একাডেমির আয়োজনে আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী-২০২২। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে বৃহস্পতিবার সকাল ১০টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কর্মসূচির উদ্বোধন করবেন। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত প্রদর্শনী চলবে। আজ মঙ্গলবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে সংবাদ সম্মেলন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী উৎসবের বিস্তারিত তুলে ধরেন। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জুরি বোর্ডের সদস্য জেরুস ল সুহান (পোলান্ড), ইয়োনা ব্লাজউইক (যুক্তরাজ্য), জগথ ভিরাসিংহে (শ্রীলঙ্কা), নারসেরিন টর (তুরস্ক)। জুরি বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করবেন বরেণ্য শিল্পী রফিকুন নবী (বাংলাদেশ)। এছাড়া সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহম্মদ, পরিচালক সৈয়দা মাহবুবা করিমসহ অন্যান্য কর্মকর্তারা।

এশীয় চারুকলা প্রদর্শনীতে মোট ১১৪টি দেশের ৪৯৩ জন শিল্পীর ৬৪৯টি শিল্পকর্ম প্রদর্শিত হবে। এর মধ্যে বাংলাদেশি নির্বাচিত শিল্পী ১৪৯ জন এবং তাদের শিল্পকর্ম ১৫৬টি। ১১৩টি নির্বাচিত দেশের ৩৪৪ জন শিল্পীর ৪৯৩টি শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পাবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শিল্পকলা একাডেমী আয়োজিত এ প্রদর্শনীতে বাংলাদেশ, শ্রীলঙ্কা, তুরস্ক, যুক্তরাজ্য ও পোল্যান্ডের পাঁচজনকে নিয়ে জুড়ি বোর্ড গঠন করা হয়েছে। প্রদর্শনীর জন্য মোট ৯টি পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে গ্রান্ড পুরস্কার তিনটি যার প্রতিটি পাঁচ লাখ টাকা সঙ্গে সম্মাননা স্মারক ও সনদ। সম্মানসূচক পুরস্কার ছয়টির প্রতিটি ৩ লাখ টাকা, সঙ্গে সম্মাননা স্মারক ও সনদ। আজ বুধবার বিদেশি প্রতিনিধিরা ঢাকায় এসে পৌঁছবেন।

প্রদর্শনীতে চার দিনে চারটি সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। বিদেশি অতিথিদের জন্য বাড়তি থাকছে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় জাদুঘর ও জাতীয় সংসদ ভবন এলাকা ও পদ্মা সেতু পরিদর্শন এবং পদ্মা নদীতে নৌভ্রমণ। শিল্পকলা একাডেমি ৪০ বছর ধরে এশিয়ার সর্ববৃহৎ শিল্পযজ্ঞ এশিয়ান আর্ট বিয়েনাল আয়োজন করে আসছে।