- শিল্পমঞ্চ
- কবিগুরুর গান নিয়ে গীতাঞ্জলি’র সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত
কবিগুরুর গান নিয়ে গীতাঞ্জলি’র সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

ছবি: সমকাল
সংগীত সংগঠন গীতাঞ্জলি’র আয়োজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন পর্যায়ের গান নিয়ে ‘গানের লীলার সেই কিনারে’ শীর্ষক সঙ্গীত সন্ধ্যা হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে এ সংগীত সন্ধ্যা শুরু হয়।
সমবেত কণ্ঠে পূজা পর্যায়ের গান ‘কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা’ গানটি দিয়ে শুরু হয়। এরপর গীতাগুলির প্রতিষ্ঠাতা সদস্য প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সিরাজুস সালেকিনকে (বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী) গীতাঞ্জলির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
সালমা আকবরের পরিচালনায় একক ও সমবেত কণ্ঠে কবিগুরুর বিভিন্ন পর্যায়ের গান শ্রোতাদের মুগ্ধ করে। একক গান করেন মতিউর রহমান, সুফিয়া যাকারিয়া, আজাদুর রহমান আজাদ, সালমা আকবর, সিরাজুস সালেকিন, সাজেদ আকবর, মীরা মন্ডল, জীবন চৌধুরী, মাহানাজ হোসেন, নায়ার ইসলাম, রিতা মুসা, টিপু চৌধুরী, ফারজানা তাবাসসুম, শহীদুল হক স্মার্ত, সঞ্চিতা রাখি ও আতিয়া ফারজানা মিতা।
সমবেত কণ্ঠে ‘চলো, যাই চলো, চলো পদে পদে সত্যের ছন্দে’ গান দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
মন্তব্য করুন