পৃথিবীকে খুঁজছি দেওয়ালের বাইরে বসে 
কয়েকটা শব্দের পরেই তোমার স্মৃতি আঁকড়ে। 
এখন আর কোথাও নেই উষ্ণ ছোঁয়ার চিত্রায়ণ 
নিজেকে ভাসাচ্ছি চেনা এক পাখির পালকে।

পালছেড়া বাতাসে খুলে যাক তোমার শরীর 
তাতে আরও বেশি ক্লান্ত হবে দু’জনের নরম ঠোঁট। 
চিরচেনা কণ্ঠে নয়- কথা হবে দমে দমে, 
দৃষ্টি খুঁজে পাবে বহু শখের কামনার চিত্র। 

পরম আকাঙ্ক্ষায় লেগে থাকবে শরীরে শরীর, 
বিদ্যুৎ চমকালেও এক মনেই চলবে উষ্ণ আলিঙ্গন। 
আকাশের জল গলে গলে পড়বে প্রতি শ্বাস-প্রশ্বাসে,
হৃদয় বলবে ডুবে থাকতে চাই আরো কিছুক্ষণ। 

বিষয় : কবিতা প্রদীপ্ত মোবারক

মন্তব্য করুন