- শিল্পমঞ্চ
- গান, নৃত্য, নাটকে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের জমকালো দ্বিতীয় দিন
গান, নৃত্য, নাটকে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের জমকালো দ্বিতীয় দিন

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের দ্বিতীয় দিনের একটি মুহূর্ত। ছবি: সমকাল
সংগীত, নৃত্য, নাটক, আবৃত্তির জমকালো আয়োজনের মাধ্যমে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের দ্বিতীয় দিন উদযাপিত হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠানমালার উদ্বোধন হয়।
সংগীতশিল্পী আবিদা রহমান সেতুর সঞ্চালনায় উদ্বোধনী পর্বে বক্তব্য দেন সংস্কৃতিজন মানজার চৌধুরী সুইট ও আবৃত্তিশিল্পী আহসান উল্লাহ তমাল। শুরুতেই দলীয়ভাবে কবিতা 'আমার পরিচয়' আবৃত্তি করে বিন্দু শিশু সংগঠন। পথনাটক পরিবেশন করে বাংলা নাট্যদল। দলীয় আবৃত্তি পরিবেশন করে সঞ্জানন আবৃত্তি চর্চা কেন্দ্র। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও রংধনু দলীয় সংগীত পরিবেশন করে। দলীয় নৃত্য পরিবেশন করে স্বপ্ন বিকাশ কলাকেন্দ্র। একক সংগীত পরিবেশন করেন আব্দুল হালিম খান ও ফেরদৌসী কাকলী। একক আবৃত্তি পরিবেশন করেন ফয়জুল আলম পাপ্পু, শুক্লা দাশগুপ্তা, রহমতউল্লাহ নোমান ও সুতপা বড়ূয়া।
বহ্নিশিখার প্রযোজনা 'কুঞ্জ সাজাও গো' নৃত্যনাট্য পরিবেশনের মধ্য দিয়ে সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনের অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৭টায়। অনুষ্ঠানে আরও পরিবেশিত হয় ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রযোজনা 'ফকির আলমগীরের কণ্ঠের গান'।
জাতীয় নাট্যশালায় নাসির উদ্দীন ইউসুফের নির্দেশনায় সেলিম আল দীনের রচিত 'নিমজ্জন' প্রযোজনা করে ঢাকা থিয়েটার। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ঢাকা পদাতিকের প্রযোজনায় কাজী চপলের নির্দেশনায় সংগৃহীত কাহিনির নাটক 'পাইচো চোরের কিচ্ছা' মঞ্চায়িত হয়। স্টুডিও থিয়েটার হলে অপেরার প্রযোজনা 'হাত বাড়িয়ে দাও' অনুষ্ঠিত হয়। ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে (বাংলাদেশ মহিলা সমিতি) খোরশেদুল আলমের নির্দেশনায় মমতাজউদ্দীন আহমদ রচিত নাটক 'কী চাহ শঙ্খচিল' মঞ্চায়ন হয়।
আগামীকাল রোববার উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায়। সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনের অনুষ্ঠান দর্শনীর বিনিময়ে শুরু হবে সন্ধ্যা ৭টায়। জাতীয় নাট্যশালা, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল ও ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে দর্শনীর বিনিময়ে নাটক শুরু হবে সন্ধ্যা ৭টায়। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এ গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব।
মন্তব্য করুন