রংপুরে স্ত্রীকে হাতুড়ির আঘাতে হত্যাচেষ্টার মামলায় পলাতক স্বামী ফেরদৌস জামাল ডিপজলকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার নগরীর প্রধান ডাকঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিপজল মিঠাপুকুর উপজেলার বিরাহীমপুর গ্রামের মুসলিম মিয়ার ছেলে।

র‌্যাব-১৩-এর সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ জানান, মেয়ের পরিবারের অমতে গত বছর ওই মেয়েকে বিয়ে করেছিলেন ডিপজল। তবে যৌতুকের জন্য নির্যাতন করায় কয়েক মাস পর বাবার বাড়িতে চলে আসেন ভুক্তভোগী। এরপর পায়রাবন্দ কলেজের উচ্চ মাধ্যমিকে ভর্তি হন মেয়েটি।

বশির আহমেদ আরও বলেন, গত ১০ আগস্ট কলেজ থেকে ফেরার পথে চৌপথি এলাকায় তাঁর পথরোধ করেন ডিপজল। এরপর হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে তাঁকে হত্যার চেষ্টা করেন। স্থানীয়রা সেখান থেকে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মিঠাপুকুর থানায় মামলা করলে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করার কথা স্বীকার করেছেন ডিপজল। তাঁকে মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।