- প্রবাস
- আমিরাতে ‘জয় বাংলা’ উৎসব
আমিরাতে ‘জয় বাংলা’ উৎসব

প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের কাছে বাংলাদেশকে তুলে ধরতে সংযুক্ত আরব আমিরাতে বাৎসরিক ‘জয় বাংলা' উৎসব আয়োজন করেছে ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন ইউএই শাখা। শনিবার রাতে দেশটির আজমান প্রদেশে স্বাধীন বাংলা বেতারের গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রামাণ্য চিত্রে দেশের ঐতিহ্য, ইতিহাস ও স্থাপনার প্রদর্শন করা হয়।
এছাড়া অনুষ্ঠানজুড়ে ছিল লালন, লোকগীতি, রবীন্দ্র-নজরুল সঙ্গীতের বাংলা গানের বাঙালিয়ানা।
সংগঠনের সাধারণ সম্পাদক সদরুদ্দিন জামাল উচ্ছ্বাস বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আর সমগ্র বাংলাকে প্রবাসে বেড়ে ওঠা তৃতীয় প্রজন্মের কাছে তুলে ধরতে এই আয়োজন করে আসছে ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন। বঙ্গবন্ধুর মতো ‘জয় বাংলা’ স্লোগানে প্রবাসে বাঙালিকে কাছে টানা।
সভাপতি ইয়াসমিন ইসলাম মেরুনা বলেন, আমরা শিশু-কিশোরদের বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতি চর্চায় উৎসাহিত করছি। মূল আয়োজনের প্রবেশ পথে প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোরদের আঁকা বিভিন্ন চিত্রকর্ম ও বাংলাদেশকে উপস্থাপন করার বিষয়টি তারই ইঙ্গিত বহন করে। আমরা চাই প্রবাসে বাংলা সংস্কৃতির চর্চা হোক।
অনুষ্ঠানে ‘অদেখা তিলোত্তমা বাংলাদেশ’ নামে প্রামান্যচিত্রে দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা, দর্শনীয় স্থানের বর্ণনা তুলে ধরা হয়। বাংলা গানের সঙ্গে নৃত্য আর কবিতার ছন্দে মুখর এই সন্ধ্যায় বাড়তি আকর্ষণ যোগ করে ঢাকা থেকে আগত শিল্পীরা।
সঙ্গীতশিল্পী রবি চৌধুরী, ক্লোজআপ ওয়ান তারকা কিশোর, কন্ঠশিল্পী মৌরি ও নোভা ব্যান্ডের পাপ্পু মধ্যরাত পর্যন্ত মঞ্চ মাতিয়ে রাখেন।
সংগঠনের উপদেষ্টা শেখ ফরিদ আহমেদ সিআইপি বলেন, বিদেশের মাটিতে বাংলাকে ছড়িয়ে দিতে প্রতিবছর এই আয়োজন করে আসছি আমরা। করোনার কারণে গত দুইবছর না হলেও এবার বৃহৎ পরিসরে আয়োজন সম্পন্ন হলো। এবারের আয়োজনে দেশের প্রখ্যাত শিল্পীদের অংশগ্রহণ অনুষ্ঠানের বাড়তি মাত্রা যোগ করেছে।
অনুষ্ঠান শেষে সংগঠনের সভাপতি ইয়াসমিন ইসলাম মেরুনাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
মন্তব্য করুন