প্রতি বারের মতো ২৮, ২৯, ৩০ ও ৩১ জুলাই অনুষ্ঠিতব্য '৩১ তম নিউ ইয়র্ক বাংলা বইমেলা' উপলক্ষেও প্রকাশিত হচ্ছে একটি স্মারক-সংকলন। যথারীতি বইমেলার এবারের শ্লোগান ‘বই হোক বিশ্ববাঙালির মিলন সেতু’ হবে স্মারক-সংকলনেরও শিরোনাম।

উপর্যুক্ত শ্লোগানকে স্মারক-সংকলনের মূলভাব হিসেবে গ্রহণ করে অভিবাসী লেখকদের অগ্রাধিকার দিয়ে বিশ্বের যে কোনো লেখকের বাংলা ভাষায় লেখা কবিতা, গল্প, প্রবন্ধ, স্মৃতিচারণমূলক লেখা আহ্বান করা হচ্ছে। 

অভিবাসী লেখকদের বই-সমালোচনাকে এবারের স্মারক-সংকলনে আমরা গুরুত্ব দিয়ে প্রকাশ করতে চাই। লেখকদের প্রতি আহ্বান, অভিবাসী জীবনের প্রতিকূলতা ঠেলেও নিবিষ্ট হয়ে যেসব লেখক সাহিত্য চর্চা করে চলেছেন তাঁদের রচিত যে কোনো বই নিয়ে তাঁরা যেন পর্যালোচনামূলক রচনা লেখার কথা অগ্রাধিকার হিসেবে বিবেচনা করেন।

সম্পাদনা পরিষদ প্রত্যাশা করে বই নির্বাচনের সময় অভিবাসী জীবনের তাৎপর্য আছে- এমন বইকেই যেন বেছে নেয়া হয়। আলোচ্য বই নির্বাচনের যৌক্তিকতা, বইয়ের বিষয়বস্তু ও পরিচয়, অন্যান্য গুণগত বৈশিষ্ট্য, অভিবাসী জীবনের সূত্রে বইটির গুরুত্ব ইত্যাদি প্রসঙ্গ যেন পর্যালোচনায় স্পষ্ট হয়ে ওঠে। 

স্মারক-সংকলনটি সুচারু সম্পাদনার স্বার্থে লেখাগুলো আগামী ৩০ জুনের মধ্যে নিম্নোক্ত ইমেইলে ইউনিকোড ফন্টে কিংবা সুতন্বী এমজে ফন্টে মাইক্রোসফট ওয়ার্ড ফাইল হিসেবে  nyboimela@gmail.com মেইলে পাঠাতে অনুরোধ করা হয়েছে। 

এবছরের স্মারক-সংকলনটির সম্পাদনার দায়িত্ব পালন করবেন কামরুন জিনিয়া। সম্পাদক মন্ডলীর সদস্যরা হলেন ফেরদৌস সাজেদীন, হাসান ফেরদৌস, আহমাদ মাযহার ও আদনান সৈয়দ। -সংবাদ বিজ্ঞপ্তি

বিষয় : নিউ ইয়র্ক বাংলা বইমেলা স্মারক সংকলন লেখা আহবান

মন্তব্য করুন