যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরসহ আশপাশের অঞ্চলের অফিস-আদালতে দাপ্তরিক ভাষা হিসেবে যোগ হয়েছে বাংলা। 

গত বুধবার ইলিনয় অঙ্গরাজ্যের কুক কাউন্টির ট্রেজারার মারিয়া পাপ্পাজ এ তথ্য দিয়েছেন বলে জানান শিকাগোতে বাংলাদেশের অনরারি কনসাল জেনারেল মুনির চৌধুরী। 

তিনি জানান, কুক কাউন্টির ওয়েবসাইট খুলে বাংলা ভাষা সংযোজনের তথ্য দেখান মারিয়া। খবর এনআরবি নিউজের।

মুনির চৌধুরী বলেন, দু'বছর যাবত শিকাগো শহরসহ আশপাশের বাংলাদেশি অধ্যুষিত এলাকার দাপ্তরিক ভাষায় বাংলা সংযোজনের দাবি জানাচ্ছিলাম আমরা। 

দাবির বাস্তবায়ন ঘটার সংবাদে উল্লসিত মুনির চৌধুরী বলেন, একইভাবে আমরা ১৯৯৮ সালে শিকাগো শহরের ডেভন এভিনিউর একটি অংশের নাম 'শেখ মুজিব ওয়ে' করতে সক্ষম হই। সে আলোকে প্রতিবছর শেখ মুজিব ওয়েতে বাংলাদেশ ডে প্যারেড হচ্ছে। আসছে মুজিববর্ষে ২০-২১ মার্চ আমরা উৎসব করব। সেখানে ইলিনয় অঙ্গরাজ্যের শীর্ষ কর্মকর্তা. রাজনীতিকসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা আসবেন। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অতিথি করব। সে প্রস্তুতি চলছে।