
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল
উৎসবের মঞ্চ প্রস্তুত বসুন্ধরা কিংসের
প্রকাশ: ২৬ মে ২৩ । ০০:০০ | আপডেট: ২৬ মে ২৩ । ১০:১৩ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

ম্যাচটি শেখ রাসেল ক্রীড়া চক্রের হোম ভেন্যু ‘কিংস অ্যারেনায়’। আন্তর্জাতিক মানসম্পন্ন এই স্টেডিয়ামটি বসুন্ধরা কিংসেরও হোম ভেন্যু! শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে দু’দলের লড়াইয়ে চোখ সবার। নিজ আঙিনায় শেখ রাসেলকে হারালেই দেশের ফুটবলে চূড়ায় ওঠে যাবে বসুন্ধরা। প্রথম ক্লাব হিসেবে টানা চারটি লিগ শিরোপা জয়ের কীর্তি গড়বে অস্কার ব্রুজোনের দল।
আজ বিকেল ৪টায় শুরু হতে যাওয়া এ ম্যাচকে ঘিরে রঙিন সাজে সেজেছে কিংস অ্যারেনা। ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স লেখা টি-শার্টও নাকি তৈরি করে রেখেছে বসুন্ধরা। শিরোপা নিশ্চিত হলে জার্সি গায়ে জড়িয়ে শিরোপা উদযাপনে মেতে উঠবেন রবসন রবিনহো-আনিসুর রহমান জিকোরা। ঐতিহাসিক মুহূর্তটি স্মরণীয় করে রাখতে আরও অনেক কিছুর আয়োজন করেছে ক্লাব কর্তৃপক্ষ; যা আগে জানাতে চাচ্ছে না তারা।
ঢাকা লিগের যাত্রা শুরু হয়েছিল ১৯৪৮ সালে। ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতাটির এবার ৭৫তম বার্ষিকী। বর্তমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ অতীতে ঢাকা সিনিয়র ডিভিশন এবং ঢাকা লিগ নামে পরিচিত ছিল। স্বাধীনতার পূর্ব থেকে এ পর্যন্ত ঢাকা লিগে কয়েকটি ক্লাবই হ্যাটট্রিক শিরোপা জিতেছিল; কিন্তু কোনো দলই টানা চারবার শ্রেষ্ঠত্বের আসনে বসতে পারেনি। বিশেষ এই মৌসুমে এই হাতছানি কিংসের সামনে। আর একটি জয় পেলেই তারাই গড়বে ইতিহাস। এরই মধ্যে ২০১৮-১৯, ২০২০-২১ এবং ২০২১-২২ মৌসুমে লিগের শিরোপা জিতেছে ব্রুজোনের দল। করোনাভাইরাসের কারণে ২০১৯-২০ মৌসুমটি পরিত্যক্ত ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই মৌসুমটি বাতিল না হলে হয়তো গত মৌসুমেই টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়ত বসুন্ধরা।
ঘরোয়া ফুটবলের রোল অব অনারের তালিকায় দেখা যাচ্ছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ১৯৫৩, ১৯৫৪ এবং ১৯৫৬ সালে সিনিয়র ডিভিশন ফুটবল লিগের শিরোপা জিতেছিল। জাতীয় স্পোর্টস কাউন্সিলের আর্কাইভ থেকে জানা যায়, বন্যার কারণে ১৯৫৫ সালে মৌসুমটি বাতিল হয়ে যায়। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত এই ক্লাবটি ১৯৫০ এবং ১৯৫১ সালে পর পর দু’বার শিরোপা জিতেছিল। ঢাকা সিনিয়র ডিভিশনে আবাহনী ক্রীড়া চক্র (১৯৮৩, ১৯৮৪, ১৯৮৫) এবং মোহামেডান স্পোর্টি ক্লাব (১৯৮৬, ১৯৮৭, ১৯৮৮-৮৯) হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে। ১৯৯২ সালে ঢাকা লিগের নামকরণ করা হয় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ। এর পর ২০০৭ সালে নামকরণ করা হয় ‘বি’ লিগ। আবার বি লিগের নাম দু’বার পরিবর্তন করা হয়। ২০০৯-১০ মৌসুমে বাংলাদেশ লিগ নাম হলেও ২০১০-১১ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ নামেই হয়ে আসছে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর। নামকরণের পর কিংসই প্রথম হ্যাটট্রিক শিরোপা জিতেছে এবং হাতছানি দিচ্ছে টানা চতুর্থ শিরোপার।
শেখ রাসেলের বিপক্ষে ম্যাচ ছাড়া বসুন্ধরার বাকি আছে আরও তিনটি ম্যাচ। ১১ দলের বিপিএলে ১৬ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। রাসেলকে আজ হারালে পয়েন্ট গিয়ে দাঁড়াবে ৪৬-এ। আর আবাহনী যদি মোহামেডানের বিপক্ষে জেতে, তাহলে তাদের পয়েন্ট হবে ৩৬। কিংসের সঙ্গে ব্যবধান গিয়ে দাঁড়াবে ১০-এ। অর্থাৎ বসুন্ধরা শেষ তিন ম্যাচে হারলে আর আবাহনী জিতলেও কোনো লাভ হবে না। এত কিছু নিয়ে ভাবছে না বসুন্ধরা। অপেক্ষার অবসান ঘটাতে চায় আজই।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com