ডর্টমুন্ডকে ৪-২ গোলে হারাল বায়ার্ন মিউনিখ

প্রকাশ: ০২ এপ্রিল ২৩ । ০২:১২ | আপডেট: ০২ এপ্রিল ২৩ । ০২:১২

স্পোর্টস ডেস্ক

জোড়া গোল করেছেন টমাস মুলার। ছবি- রয়টার্স।

ডর্টমুন্ডকে ৪-২ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। এতে ২৬ ম্যাচ শেষে কোচ টুখেলের দলের পয়েন্ট এখন ৫৫, ডর্টমুন্ডের ৫৩। ৫১ পয়েন্ট নিয়ে তিনে আছে ইউনিয়ন বার্লিন।

ম্যাচের ১৩ মিনিটে গোলরক্ষক গ্রেগর কোবেলের ভুলে আত্মঘাতি গোল খায় ডর্টমুন্ড। ১৮ মিনিটে ম্যাথিয়াস ডি লিটের পাস ধরে বক্সের ভেতর থেকে নেওয়া শটে ব্যবধান দ্বিগুণ করেন বায়ার্নের টমাস মুলার। এই জার্মান ফরোয়ার্ড ৫ মিনিট পর গোল এনে দেন আরও একটি।  

বিরতির পর ডর্টমুন্ড ঘুরে দাঁড়ানোর আগে চতুর্থ গোলটিও পেয়ে যায় বায়ার্ন। সানের পাস থেকে ঠাণ্ডা মাথায় টোকা দিয়ে বল জালে পাঠান কিংসলে কোমান।

হার প্রায় নিশ্চিত হয়ে যাওয়ার পর শেষ দিকে দুটি গোল শোধ দেয় ডর্টমুন্ড। ৭১ মিনিটে জুদে বেলিংহাম ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সফরকারীরা। সফল কিকে ডর্টমুন্ডকে প্রথম গোল এনে দেন এমরে কান। ৯০ মিনিটে আরেকটি গোল শোধ দেন ডোনেল মালেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com