
জেসুসের জোড়া গোলে জয় আর্সেনালের
প্রকাশ: ০১ এপ্রিল ২৩ । ২২:৩১ | আপডেট: ০১ এপ্রিল ২৩ । ২২:৩১
অনলাইন ডেস্ক

এমিরেটস স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল। লিডসের বিপক্ষে আর্সেনালের বড় ব্যবধানের জয়ে গ্যাব্রিয়েল জেসুস করেছেন জোড়া গোল।
আর্সেনালের অন্য দুটি গোল ইংলিশ ডিফেন্ডার বেন হোয়াইট ও সুইজারল্যান্ডের মিডফিল্ডার গ্রানিত জাকার।
আগের ম্যাচে লিভারপুলকে ৪-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়েছে দ্বিতীয় স্থানের দল ম্যানচেস্টার সিটি।
২০০৩-০৪ মৌসুমের পর প্রথম লিগ শিরোপা জয়ের খোঁজে থাকা আর্সেনাল ২৯ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ২৬ ম্যাচে ৫০ আর ২৮ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে টটেনহাম। ২৭ ম্যাচ খেলে ষষ্ঠ স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৪২।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com