জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি রাশিয়া, ক্ষোভ ইউক্রেনের

প্রকাশ: ০১ এপ্রিল ২৩ । ১৯:৩৩ | আপডেট: ০১ এপ্রিল ২৩ । ১৯:৩৩

অনলাইন ডেস্ক

মারিওপোলে একটি রাশিয়ার ট্যাংক। ছবি: বিবিসি

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির আনুষ্ঠানিক দায়িত্ব নিয়েছে রাশিয়া। তবে এ প্রক্রিয়া আটকানোর জন্য সদস্য দেশগুলোকে আহ্বান জানিয়েছিল ইউক্রেন। এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেছে তারা।

নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের প্রত্যেকেই এক মাসের জন্য পর্যায়ক্রমে সভাপতির দায়িত্ব গ্রহণ করে। এর আগে রাশিয়া শেষবার ২০২২ সালের ফেব্রুয়ারিতে সভাপতির দায়িত্ব পালন করেছিল। সে মাসেই তারা ইউক্রেনে আগ্রাসন শুরু করে। খবর বিবিসির

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া এমন সময় নিরাপত্তা পরিষদের সভাপতি হলো যখন দেশটির প্রেসিডেন্টের বিরুদ্ধে ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা আছে।

তবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া আন্তর্জাতিক অপরাধ আদালত জাতিসংঘের কোনো অঙ্গ সংস্থা নয়।

ইউক্রেনের অভিযোগ সত্ত্বেও যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা রাশিয়ার সভাপতির দায়িত্ব নেওয়ার প্রক্রিয়ায় বাধা দেবে না।

রাশিয়া নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র। পরিষদের অন্য স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো হল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও চীন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com